পিজিসিবির অপটিক্যাল ফাইবার লীজ নিয়েছে বিটিসিএল
পিজিসিবির তিন হাজার ছয়শ’ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল আগামী ১০ বছরের জন্য লীজ নিয়েছে বিটিসিএল। জরুরি মুহুর্তে বিকল্প নেটওয়ার্ক হিসাবে পিজিসিবি’র অপটিক্যাল ফাইবার ব্যবহার করবে বিটিসিএল।
সোমবার পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি সাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (পিএন্ডডি) চৌধুরী আলমগীর হোসেন, তত্তাবধায়ক প্রকৌশলী (অপটিক্যাল ফাইবার লিজিং) মোঃ ফজলুল বারী, বাংলাদেশ টেলিক মিউনিকেশন কোম্পানির (বিটিসিএল) সদস্য (পিএন্ডডি) কবির হোসেন ভুইয়া, সদস্য (অর্থ) ড. আবু সাঈদ খান, মহাব্যবস্থাপক (সঞ্চালন) মোঃ শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পিজিসিবির পক্ষে কোম্পানী সচিব মো. আশরাফ হোসেন এবং বিটিসিএল এর পক্ষে কোম্পানী সচিব আসাদুজ্জামান চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই দুই প্রতিষ্ঠানেরই অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক আছে। পিজিসিবি’র নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক একটি বাই-প্রোডাক্ট। বিদ্যুতের জাতীয় গ্রীড লাইনের সঙ্গে এক জোড়া অপটিক্যাল ফাইবার রয়েছে, যা পিজিসিবি’র যোগাযোগ কাজে ব্যবহার এবং বজ্রপাত থেকে বিদ্যুৎ লাইনকে সুরক্ষা দেয়।
চুক্তিতে বলা হয়, পিজিসিবির অপটিক্যাল ফাইবার ব্যবহারের ভাড়া বাবদ প্রতি বছর ১৫ কোটি ছয় লাখ টাকা হারে ভাড়া পরিশোধ করবে বিটিসিএল। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানের তিন হাজার ছয়শ’ কিলোমিটার ফাইবার অপটিক ক্যাবল বিকল্প নেটওয়ার্ক হিসাবে বিটিসিএল ব্যবহার করতে পারবে।
অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, এর ফলে ইন্টারনেট ডাটা, ভয়েস কমিউনিকেশন সহ সব ধরণের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি স্থিতিশীল হবে।
২০০৮ সালে পিজিসিবি প্রথমবার বিটিসিএল কে ৪০৯ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ভাড়া দেয়। সম্প্রতি ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন চুক্তিতে আগের লীজ নেয়া অপটিক্যাল ফাইবারসহ নতুন ৩ হাজার ১৯১ কিলোমিটার ভাড়া দেয়া হয়েছে।