পিজিসিবি ৪২ কোটি টাকার চেক হস্তান্তর করেছে বিপিডিবিকে

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) ২০১৫-১৬ অর্থবছরের জন্য ডিভিডেন্ড বাবদ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  (বিপিডিবি) এর কাছে ৪২ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা দিয়েছে।
মঙ্গলবার পিজিসিবি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আবুল কালাম আজাদ বিপিডিবি চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ এর কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন।
এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব এবং পিজিসিবি পরিচালক ড. আহমদ কায়কাউস, পিজিসিবি পরিচালক ড. জামালউদ্দিন আহমেদ, মেজর জেনারেল মঈনউদ্দিন, এস এম খাবীরুজ্জামান পিইঞ্জ, আবু আলম চৌধুরী, ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, শেখ মোঃ আব্দুল আহাদ, ড. এ বি এম হারুন-উর-রশিদ, এ কে এম এ হামিদ, পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পিজিসিবি জানায়, তাদের কোম্পানির শেয়ারের ৭৬ দশমিক ২৫ শতাংশের মালিক বিপিডিবি। অবশিষ্ট অংশের মালিক সাধারণ শেয়ারহোল্ডাররা।
চলতি বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত ২০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারমালিকদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে পিজিসিবি।