পিডিবি’র চেয়ারম্যান পদে আরও দুই বছর খালেদ মাহমুদ

প্রকৌশলী খালেদ মাহমুদ আরও দুবছর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হিসেবে থাকছেন। জনপ্রশাসন মন্ত্রণায় মঙ্গলবার এক আদেশে তাকে দুবছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দিয়েছে।
খালেদ মাহমুদকে তার না নেয়া অবসর উত্তর ছুটি বাতিল করার শর্তে ২২ শে ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

গত বছরের ১৭ই আগস্ট খালেদ মাহমুদ পিডিবির চেয়ারম্যান পদে যোগ দেন। সম্প্রতি তিনি অবসরে যান। এর আগে তিনি প্রতিষ্ঠানটির সদস্য (উৎপাদন) হিসেবে দায়িত্ব পালন করেন।

খালেদ মাহমুদ ১৯৮১ সালের ১১ই আগস্ট সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কার্যক্রম পরিদফতরে যোগদান করেন। তিনি ১৯৫৮ সালের ২৩শে ডিসেম্বর ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে বুয়েটের (বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি)  তড়িৎকৌশল বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন।