ওজোপাডিকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরখাস্ত
বরগুনায় বিদ্যুতের লাইন মেরামতে গাফিলতির অভিযোগে বরগুনা-পটুয়াখালী-ভোলা অঞ্চলের ওজোপাডিকো’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছাবির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার বিদ্যুৎ চলে যাবার পরে তিনি শনিবার বরগুনায় এসেছিলেন। রাতে বিদ্যুতের লাইন মেরামত না করেই তিনি জেনারেটর চালিয়ে পানি উন্নয়ন বোর্ডের এসি রুমে ঘুমিয়ে ছিলেন। এক পর্যায়ে একদল বিক্ষোভকারী সেখানে গিয়ে ছাবির উদ্দিনকে আধা ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ দিতে চাপ সৃষ্টি করেন। বিক্ষোভকারীদের চাপের মুখে রাত ১টা ৪৩ মিনিটে লাইন মেরামত করতে তিনি বাধ্য হন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে খুলনার এমডি সফিক উদ্দিন তাকে সাময়িক বরখাস্ত করেছেন।