পিডিবি’র নতুন চেয়ারম্যান মাহবুবুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর ৩৮তম চেয়ারম্যান হিসেবে আজ সোমবার দায়িত্ব নিয়েছেন। তিনি প্রকৌশলী মো. বেলায়েত হোসেন এর স্থলাভিষিক্ত হলেন।
তিনি বিউবো’র সদস্য, কোম্পানি এ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রকৌশলী মো. মাহবুবুর রহমান ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রী অর্জন করেন। বৃত্তি নিয়ে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি থেকে ১৯৯৫ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং (হাইড্রো-পাওয়ার) ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে বাংলাদেশ থেকে এমবিএ করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের কোচি বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিভিন্ন পেশাগত কোর্স করেছেন।
মো. মাহবুবুর রহমান ১৯৮৬ সালের ১লা সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদান করেন। পরে উপবিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী হিসেবে ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, পরিচালক হিসেবে আইপিপি সেল-১ ও আইপিপি সেল-৩ এবং প্রধান প্রকৌশলী, প্রাইভেট জেনারেশন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সদস্য, বিতরণ হিসেবেও দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ ও পেশাগত কাজে মো. মাহবুবুর রহমান আমেরিকা, রাশিয়া, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।