পিডিবির নতুন চেয়ারম্যান কে এম হাসান
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান হয়েছে প্রকৌশলী খোন্দকার মাকছুদুল হাসান (কে এম হাসান)। সোমবার পিডিবির ৩২তম চেয়ারম্যান হিসেবে তিনি এ দায়িত্ব নেন। এর আগে তিনি পিডিবির সদস্য (বিতরণ) হিসেবে দায়িত্ব পালন করেছেন। কে এম হাসান ১৯৫৭ সালের ২ জানুয়ারি নারায়াণগঞ্জ জেলায় জš§ নেন। তিনি ১৯৭৯ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮০ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশি¶ণ ও পেশা উন্নয়ন পরিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। পরে তিনি উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে নকশা ও পরিদর্শন-২ পরিদপ্তর, বৈদ্যুতিক সরঞ্জাম পরিদপ্তর এবং নির্বাহী প্রকৌশলী হিসেবে মেঘনাঘাট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে দায়িত্ব পালন করেন।
কে এম হাসান ইজিসিবির পরিচালক (তত্ত¡াবধায়ক প্রকৌশলী) হিসেবে নক্শা ও পরিদর্শন-২ পরিদপ্তর, চীফ স্টাফ অফিসার টু চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি প্রধান প্রকৌশলী সার্ভিসেস, প্রধান প্রকৌশলী পরিকল্পনা ও উন্নয়ন, প্রধান প্রকৌশলী বিতরণ প্রকল্প ও প্রধান প্রকৌশলী উৎপাদনের দায়িত্ব পালন করেন।
বর্তমান চেয়ারম্যান শাহীনুল ইসলাম খানের কার্যকাল শেষ হওয়ার কে এম হাসান নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।