পুঁজিবাজারে দুই কোম্পানির মুনাফা বেড়েছে, দু’টির কমেছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে দুটির মুনাফা বেড়েছে, দুটির কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বারাকা পাওয়ার লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে ৯ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ পয়সা বেড়ে হয়েছে ৭২ পয়সা।
জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২০ পয়সা বেড়ে হয়েছে ১ টাকা ৬১ পয়সা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে হয়েছে ৬৯ পয়সা। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি লোকসান আগের বছর ছিল ১ টাকা ৯ পয়সা।
জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা হয়েছে ১ টাকা ৩০ পয়সা।
যমুনা অয়েল লিমিটেডের শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ২৬ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১ টাকা ৬ পয়সা কমে হয়েছে ৩ টাকা ০৯ পয়সা।
জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২ টাকা ২০ পয়সা কমে হয়েছে ৮ টাকা ৩৯ পয়সা।
আশুগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল)শেয়ার প্রতি মুনাফা দ্বিতীয় প্রান্তিকে কমেছে ৪৫ শতাংশ। অক্টোবর-ডিসেম্বর এই তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৯ পয়সা কমে হয়েছে ১ টাকা ২১ পয়সা।
জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে তাদের মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ২ টাকা ১৬ পয়সা কমে হয়েছে ২ টাকা ৪০ পয়সা।