পুজিঁবাজারে অন্তর্ভূক্ত হলো ল্যুব রিফ

পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোতি পেয়েছে ল্যুব রিফ বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর ৭৩৬ তম সভায় এই অনুমোতি দেয়া হয়। এতে সভাপতিত্ব করে এসইসি এর চেয়ারম্যান শিবলি রুবাইয়াত-উল-ইসলাম ।

পূজিঁবাজার থেকে তারা ১৫০ কোটি টাকা সংগ্রহ করতে পারবে।
কোম্পানির ৩০শে, জুন ২০১৯ তারিখে সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী, যথাক্রমে শেয়ারপ্রতি নীট সম্পত্তির মুল্য ৩১টাকা ৯৩ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পত্তি মুল্য ২৫ টাকা ৯৬ পয়সা। শেয়ার প্রতি আয় ২ টাকা ০৮ পয়সা। বিগত ০৫টি আর্থিক বিবরণী অনুযায়ী করপরবর্তী নিট মুনাফার ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় ২ টাকা ২৩ পয়সা।
লুব্রিকেন্ট বে­ন্ডিং ও সরবরাহকারি এই প্রতিষ্ঠান অটোমোবাইল, শিল্প ও মেরিন খাতের লুব্রিকেন্ট উৎপাদন ও বাজারজাত করে।
তারা দেশে প্রথম লুব্রিকেন্টস-এ ন্যানোপ্রযুক্তির ব্যবহার শুরু করেছে। এছাড়াও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড ‌’ইগড’ এর ‘ইগড’ স্বীকৃত সিনথেটিক লুব্রিকেন্ট, নামে বাজারজাত করছে।
পণ্য উৎপাদন ছাড়াও কোম্পানিটি বিভিন্ন পরিবেশ-বান্ধব সেবা দিয়ে আসছে যার মধ্যে বর্জ্য তেল ব্যবস্থাপনা এবং গ্রাহকের দোরগোড়ায় ট্রান্সফরমার, হাইড্রলিক ও টার্বাইন অয়েল এর পরিশোধন সেবা অন্যতম।
পূজিঁবাজারের অর্থ দিয়ে ব্যবসায় সম্প্রসারণ, নতুন যন্ত্রপাতি ক্রয় ও প্রতিস্থাপন, ব্যাংকঋণ পরিশোধ এবং প্রাথমিক গণ-প্রস্তাবে খরচ করতে পারবে।