পুরনো গ্যাস পাইপলাইন বদলানো হবে: নসরুল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাজধানীর পুরনো গ্যাস পাইপলাইন বদলানো হবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁও এ দুই দিনের ‘সাউথ এশিয়া এলএনজি ফোরাম ২০১৯’-এর উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খুব পুরনো হয়ে যাওয়া পাইপলাইনগুলো বদলানোর পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, সরকার সাশ্রয়ী মূল্যে প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। ব্যবসায়ীরা যাতে তাদের ভবিষ্যত বিনিয়োগের পরিকল্পনা তৈরি করতে পারে সে জন্য আগামী ৫ থেকে ১০ বছর প্রাকৃতিক গ্যাসের দাম কেমন হবে সে বিষয়ে একটি আনুমানিক দাম দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে বিনিয়াগকারীদের দীর্ঘ-মেয়াদী পরিকল্পনা গ্রহণে সাহায্য করবে।

বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অবকাঠামো উন্নয়ন ও বিতরণের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ও এলএনজি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য সাউথ এশিয়া এলএনজি ফোরাম এ সম্মেলনের আয়োজন করেছে।