পৃথিবীর সমান হিরা মহাকাশে
সব থেকে নিষ্ক্রিয়, সব থেকে ঠাণ্ডা বামন নক্ষত্র খুঁজে পেলেন বিজ্ঞানীরা। এতই ঠাণ্ডা এই নক্ষত্র যে কার্বন জমাট বেঁধে তৈরি হয়েছে স্ফটিক। যা দেখতে পৃথিবীর আকারের হিরের মতো। মনে করা হচ্ছে সাদা রঙের এই নক্ষত্রের বয়স প্রায় ১১১ কোটি বছর যা প্রায় মিল্কি ওয়ের সমসাময়িক। মূলত কার্বন ও অক্সিজেন দিয়ে তৈরি ঘন জমাট বাঁধা নক্ষত্র কিছুটা আবছাও। মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মিলওয়াইউকির অধ্যাপক ডেভিড কাপলান জানালেন, এটা খুবই উল্লেখযোগ্য ঘটনা। এ নক্ষত্রগুলো খুঁজে পাওয়া উচিত। কিন্তু এরা এতটাই স্তিমিত যে খুঁজে পাওয়া কঠিন। ন্যাশনাল রেডিও অবজারভেটরির গ্রিন ব্যাংক টেলিস্কোপ ও ভেরি লং বেসলাইন অ্যারের সাহায্যে এই নক্ষত্র খুঁজে পেয়েছেন কাপলান ও তার দলের সদস্যরা। জি নিউজ