পেট্রোম্যাক্স দেশেই উৎপাদন করছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন
পেট্রোম্যাক্স দেশেই উৎপাদন করছে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন। দেশের মোট চাহিদার ৩০ শতাংশ অকটেন উৎপাদন করে তারা।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের মেলায় পেট্রোম্যাক্সের স্টলে উপস্থাপন করা হয়েছে তেল পরিশোধনগারের নকশা। যে কেউ আসলে তাকে জানানো হচ্ছে যে, কিভাবে এ তেল উৎপাদন হয়।
দেশের গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদিত কনডেনসেট পরিশোধিত করে এই জ্বালানি তেল উৎপাদন করা হয়। পেট্রোম্যাক্স প্রতিদিন গড়ে তিন লাখ টন জ্বালানি তেল উৎপাদন করে। এরমধ্য দেড় লাখ টনেরও বেশি অকটেন।
পেট্রোম্যাক্সের পরিচালনা প্রকৌশলী মাসকুর নকিব আসিফ জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা জ্বালানি তেল উৎপাদন করি। আমাদের উৎপাদিত এই তেল বিপিসির মাধ্যমে সরবরাহ করা হয়।
জানা যায়, খুলনার মংলায় তাদের পরিশোধনাগার অবস্থিত।