পেট্রোলিয়াম বিল-২০১৬ সংসদে পাস

পেট্রোলিয়াম বিল-২০১৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

১৯৩৪ সালের এই আইন ১৯৮৬ সালে সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়। সেই অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে বিলটি পাস করা হয়েছে।

বিলে পেট্রোলিয়াম আমদানি, মজুত ও পরিবহনের সময়ে দুর্ঘটনা ঘটলে তার সংবাদ কর্তৃপক্ষকে না জানালে ছয় মাস পর্যন্ত জেল বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

বিল পাশের আগে কয়েকজন সংসদ সদস্য বিলের ওপর আলোচনায় জ্বালানি তেলের দাম কমানো হবে কি না জানতে চান। সদস্যরা বলেন, সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে সেই তুলনায় কমছে না।
জবাবে নসরুল হামিদ বলেন, সরকার একদফা জ্বালানি তেলের দাম কমিয়েছে। কিন্তু বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। কোনো যানবাহনে ভাড়া কমানো হয়নি। তেল পরিবহনের কার্গোর ভাড়াও কমেনি। নতুন করে দাম কমানোর ভাবনা থেকে সরে আসা হয়নি। তেলের দাম কমানোর বিষয়টি সরকারের চিন্তার মধ্যে আছে। তবে দাম কমালে বাজারে কী ধরনের প্রভাব পড়ে, তা বোঝার চেষ্টা করছি।