পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্বে জাকির হোসেন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন/পরিকল্পনা) মো. জাকির হোসেনকে পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে আজ বৃহষ্পতিবার এই আদেশ দেয়া হয়।
নতুন চেয়ারম্যান নিয়োগ না দেয়ার আগ পর্যন্ত বর্তমান দায়িত্ব পালনের পাশাপাশি তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ পদোন্নাতি পেয়ে পরিবেশ সচিব হলে এই পদ খালি হয়। চেয়ারম্যান পদে কেউ না থাকায় দৈনন্দিন কাজে বিঘ্ন হওয়ায় জাকির হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।