পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান নাজিম উদ্দিন
জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দিন চৌধুরীকে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রনালয় থেকে তাকে এই দায়িত্ব দেয়া হয়।
মো. নাজিম উদ্দিন দায়িত্ব পেয়ে বিকেল ৪ টায় পেট্রোবাংলায় অফিস করতে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পেট্রোবাংলার উর্ধ্বতন কর্মকর্তা ও সিবিএ নেতারা।
নাজিম উদ্দিন বলেন, যতদিনই দায়িত্বপালন করি পেট্রোবাংলার সার্বিক উন্নয়ন ও গুনগত পরিবর্তন আনার চে®দ্বা করব।
অধ্যাপক ড. হোসেন মনসুর ২০০৯ সালের ১৮ই অক্টোবর থেকে টানা পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাকে প্রথমে একবছরের চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। পরে তা চার দফা বাড়ানো হয়। শনিবার তার চুক্তির মেয়াদ শেষ হয়।
হোসেন মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন। এরআগে আওয়ামী লীগ সরকারের শেষ সময় ২০০১ সালের ৬ জুলাই থেকে বিএনপি জোট সরকারের শুরুর দিকে ২১ অক্টোবর পর্যন্তও তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন ।