পেট্রোল আমদানিতে বিইআরসির লাইসেন্স বাধ্যতামূলক

পেট্রোল তথা পেট্রোলিয়ামজাত পণ্য আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের সিদ্ধান্তের পর মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি নীতি আদেশ অনুযায়ী, বেসরকারি খাতের আমদানিকারককে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের লাইসেন্স থাকার বাধ্যবাধকতা রয়েছে। লাইসেন্সবিহীন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পেট্রোলিয়ামজত পণ্য মজুতকরণ, বিপণন ও বিতরণ, সরবরাহকরণ ব্যবসা করতে পারে না। এমতাবস্থায় পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে ঋণপত্র খোলার ক্ষেত্রে আমদানি নীতি আদেশ ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের নির্দেশনা পরিপালনের পরামর্শ দেয়া হয়েছে।