প্রকৃতি পরিবেশ ও কৃষি শিল্প রক্ষার দাবি

গঙ্গা, তিস্তা, বরাক নদীসহ আন্তর্জাতিক অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার বদলে পানির স্বাভাবিক প্রবাহ, প্লাবতা নিশ্চিত করে প্রকৃতি পরিবেশ ও কৃষি শিল্প বাংলাদেশ রক্ষা করার দাবি জানিয়েছে জাতীয় গণফ্রন্ট।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সম্বনয়ক টিপু বিশ্বাস এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে টিপু বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, রজত হুদা, আবু তাহের, ছমির উদ্দিন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ছালমান রহমান প্রমুখ।

টিপু বিশ্বাস বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও তাদের তাবেদার বর্তমান রাষ্ট্রব্যবস্থায় সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশ আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না। তাই পানির ন্যায্য হিস্যার জন্য বর্তমান নজুত পররাষ্ট্র্র সরকার উচ্ছেদ করতে হবে। গণআন্দোলন ও বিপ্লবী গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। এই জন্য প্রকৃত বামপন্থী, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বন জানান তিনি।

তিনি বলেন, খোদ কৃষককের হাতে জমি, খেতমজুরের সারা বছর কাজ করে ন্যায্য মজুরি ও ফসলের ন্যায্য মূল্য পায় না। কৃষিভিত্তিক শ্রমনির্ভর ছোট ছোট শিল্প গড়ে তোলাসহ বন্ধ শিল্প কলকারখানা চালু করতে হবে। শ্রমিকদের কাজ. ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ান করার পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে।

এসময় পাহাড়িসহ ক্ষুদ্র জাতিসত্তা, সংখ্যালঘু ভাষাভাষী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধসহ সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনের সমন্বয়ক।