প্রচণ্ড শীত ভারতে, ১৬ জন মারা গেছে

প্রচণ্ড শীতে কাঁপছে ভারত। দেশটির উত্তরাঞ্চলে বইছে কনকনে শ্বৈত্যপ্রবাহ। ঠান্ডায় মারা গেছে ১৬ জন।মঙ্গলবারও রাজধানী নয়া দিল্লিসহ দেশটির অন্যান্য শহরে ঘন কুয়াশার কারণে বিমান, সড়ক ও নৌ চলাচলে বিপর্যয় দেখা দিয়েছে।
ঘনকুয়াশার কারণে নয়া দিল্লিতে ৬০টি বিমানের ফ্লাইট শিডিউল ও ১০০ ট্রেনের শিডিউলে বদল আনা হয়েছে।
সকালে নয়া দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত রোববার তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস যা দেশটির গত পাঁচ বছরে সবচাইতে কম তাপমাত্রা।
ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, “সকালে ঘন কুয়াশা দেখা দিয়েছে তবে তা কেটে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।”
ঘনকুয়াশা আর শ্বৈতপ্রবাহে সোমবার উত্তর প্রদেশে মারা গেছে ১৬ জন