প্রতিবছর তিন লাখ নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বছরে তিন লাখ গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে। সব ক্ষেত্রে বিদ্যুতের নতুন সংযোগ দিতে বর্তমানে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই।
মঙ্গলবার জাতীয় সংসদে একেএম রহমতুল্লাহর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিগত ১৮ মাসে সারাদেশে প্রায় ৫৬ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের (পবিস) মাধ্যমে ১৮ মাসে (জুলাই ২০১৫ হতে ডিসেম্বর ২০১৬) প্রায় ৫৬ লাখ অর্থাৎ গড়ে ৩ লক্ষাধিক গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। একই গতিতে দ্রুততার সাথে সমগ্র বাংলাদেশে গ্রাহক সংযোগ (আবাসিক সংযোগসহ) কার্যক্রম চলমান আছে।
মো. শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত দেশে বিদ্যুতের স্থাপিত উৎপাদন ক্ষমতা ক্যাপ্টিভসহ ১৫ হাজার ৩৫১ মেগাওয়াট। তবে চাহিদার বিরীতে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ৩৬ মেগাওয়াট (৩০ জুন, ২০১৬) বিদ্যুৎ উৎপাদিত হয়েছে।
রহিম উল্লাহর প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকার বিদ্যুতের দক্ষ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণসহ স্মার্ট গ্রিড প্রতিষ্ঠার লক্ষ্যে প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম শুরু করেছে। ২০২১ সালে মধ্যে ২ কোটি প্রি-পেইড মিটার স্থাপনের জন্য বছরভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পাঁচটি বিদ্যুৎ বিতরণী সংস্থা এক লাখ ৫০টি প্রি-পেইড মিটার স্থাপন করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে ৭টি প্রকল্পের আওতায় ১৪ লাখ ৪১ হাজার ৫০০টি প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। আরও ৫টি প্রকল্পের আওতায় এক কোটি ১৩ লাখ ১৬ হাজার ৮৫০টি প্রি-পেইড মিটার স্থাপনের কার্যক্রম পরিকল্পনাধীন আছে।