প্রতিবন্ধীদের সেবায় শেভরণ

নিজস্ব প্রতিবেদক:

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক সেবা কার্যক্রম শুরু করেছে শেভরণ বাংলাদেশ। এজন্য শেভরন বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন যৌথভাবে হবিগঞ্জে বিশেষ কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি হবিগঞ্চে ‘ইন্টিগ্রেটেড সাপোর্ট ফর চিলড্রেন উইথ ডিসএবিলিটি’ প্রকল্পের সূচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একবছর মেয়াদী এই প্রকল্পে ০ থেকে ১৮ বছর বয়সী প্রতিবন্ধী শিশু, তাদের পরিবার, এবং প্রকল্প এলাকার স্থানীয় সদস্যরা এই সেবা পাবে।

প্রতিবন্ধী শিশুদের নিয়ে সমাজে যে কুসংস্কার ও ভুল ধারণা রয়েছে তা কমিয়ে আনা, প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের আয়মূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত করতে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। একইভাবে শিক্ষা, স্বাস্থ্য সেবা, উন্নয়ন, সক্রিয় অংশ নেয়া ও কল্যাণ নিশ্চিত করতে সহায়তা করবে। মার্চ ২০২২ থেকে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত কার্যক্রম চলবে, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।

নির্ধারিত এলাকার ৩০০ জন প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবার, স্থানীয় জনগণ, ২০টি প্রাথমিক বিদ্যালয় ও ২০০ জন শিক্ষক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কর্মকাণ্ড পরিচালনা করবে।

সূচনা সভায় হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান প্রধান অতিথি হিসেবে অংশ নেন। হবিগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী ও মো. রফিকুল আলম, জেলা সমাজ সেবা উপপরিচালক মো. হাবিবুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, শেভরন বাংলাদেশের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স) মোহাম্মদ ইমরুল কবিরসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।