প্রতি ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে কাজ করছে সরকার
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ২০২১সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে কাজ করে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, ভূমি সচিব মেজবাউল আলম, বিইআরসির চেয়ারম্যান মনোয়ার হোসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) প্রবণ চৌধুরী, নৌ সচিব অশোক মাধব রায়, জ্বালানী সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ সচিব ড.আহমদ কায়কাউস, পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমদ উপস্থিত ছিলেন।