প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন ২১শে মার্চ

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১শে মার্চ শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন এবং ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন।
ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আজ সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা বলেন।
রাশিয়া ইউক্রেন পরিস্থিতির কারণে এখনই বিদ্যুৎখাতে কোন প্রভাব পড়ছে না। তবে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে সমস্যা হতে পারে বলে জানান প্রতিমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গ্যাজপ্রোম ও ঘোড়াশালে উৎপাদনে কোনো ঝামেলা হয়নি, সেখানে রাশিয়ানরা কাজ করছে।
নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও এখানের পরিস্থিতি এখনো হাতের বাইরে নয়। যদিও এখন বিপিসির দিনে ৮০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। সরকার চাইছে যতোটুকু সম্ভব চালিয়ে নিতে। হাতের বাইরে চলে গেলে সমন্বয় করা হবে কিনা তখন সিদ্ধান্ত নেয়া হবে। এখনও ভর্তুকি দিয়ে চলতে পারছি।
প্রতিমন্ত্রী জানান, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটি এখন পর্যন্ত স্থাপিত দেশের সবচেয়ে বড়। আমদানি করা কয়লা দিয়ে এই কেন্দ্র চলবে। আমদানি করা কয়লা দিয়ে চালিত এটিই দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র। বাংলাদেশ এখন বিশ্বের ১৩তম আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহারকারী দেশ। নতুন গ্রাহক ৩ কোটি ১৩ লাখ বলে জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব বলেন, এরই মধ্যে দেশের সব চর ও দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে গেছে। রাঙ্গাবালী, মনপুরা, সন্দ্বীপ, হাতিয়া, নিঝুমদ্বীপ, কুতুবদিয়ায় বিদ্যুৎ পৌঁছে গেছে।

নুষ্ঠানে এফইআরবি’র সভাপতি শামীম জাহাঙ্গীর, নির্বাহি পরিচালক রিসান নসরুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।