প্রায় তিনশ কোটি টাকার বাজেট অনুমোদন
আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৯৫ কোটি ২৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। যা গত অর্থবছরে ছিল ২০৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে প্রায় একশত কোটি টাকা বরাদ্দ বাড়ানো হলো।
মঙ্গলবার সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অসুস্থতার কারণে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন। বিশেষ আমন্ত্রণে চিফ হুইপ আ স ম ফিরোজ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে অনুন্নয়ন খাতে ২৯৪ কোটি ২১ লাখ টাকা এবং উন্নয়ন খাতে এক কোটি এক লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ২৪৩ কোটি ৫৬ লাখ ২১ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।