প্রায় ২ লাখ ফুট অবৈধ গ্যাস লাইন চিহ্নিত করেছে তিতাস
সরকার অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার সুযোগ দিলেও অবৈধ গ্যাস সংযোগ স্থাপন চলছেই। গত কয়েকমাসে রাজধানীসহ এর আশপাশের এলাকায় প্রায় দুই লাখ ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন চিহ্নিত করেছে তিতাস গ্যাস কোম্পানি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, তাদের পরিদর্শক দল ঢাকা শহরের রায়েরবাগ ও দনিয়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ৩/৪ ইঞ্চি, ১ ও ২ ইঞ্চি ব্যাসের ৬৭২ ফুট পাইপলাইন তুলে ফেলেছে। এ নিয়ে কদমতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল টাউনে অবৈধভাবে করা ২ ইঞ্চি ব্যাসের ২৫০ ফুট এবং মোহাম্মদপুর, কামরাঙ্গিরচর, নিউমার্কেট, রায়ের বাজার, বসিলা ও হাজারীবাগ এলাকায় ১ ইঞ্চি, ২ ইঞ্চি ও ৩ ইঞ্চি ব্যাসের ৪৩ হাজার ৭৫০ ফুট অবৈধ পাইপলাইন চিহ্নিত করেছে। এ নিয়ে কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, কামরাঙ্গিরচর, নিউমার্কেট ও হাজারীবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
অন্যদিকে নারায়ণগঞ্জের দেলপাড়া, ভুইগড়, নন্দলালপুর, মুসলিমনগর, ফতুল্লা, চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, কদমতলী, কড়ইতলা, আল আমীন নগর, নাইন্দারপাড়, আইয়ুবনগর হাউজিং ও শিমুলপাড়া এলাকায় ৩/৪ ইঞ্চি, ১ ইঞ্চি, ২ ও ৩ ইঞ্চি ব্যাসের ১১ হাজার ২০০ ফুট এবং মাধবদী, পাঁচদোনা, ঘোড়াশাল, পলাশ, আড়াইহাজার, বাগহাটা ও নরসিংদী এলাকায় ৩/৪ ইঞ্চি, ১ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসের ২২ হাজার ৪০০ ফুট অবৈধ পাইপলাইন চিহ্নিত করেছে। একই সঙ্গে সেখানে সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি ও নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে। গাজীপুরের ভুরুলিয়া মধ্যপাড়া হারাবাইদ, মাজুখান, পুবাইল, জয়দেবপুর, চন্দ্রা, দেওয়ালীয়াবাড়ী ও এনায়েতপুর এলাকায় বিভিন্ন ব্যাসের ১ হাজার ৬০০ ফুট অবৈধ পাইপলাইন চিহ্নিত করা হয় এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সব এলাকায় অবৈধভাবে স্থাপিত ৩২৫ ফুট পাইপলাইন তুলে ফেলা হয়েছে। এই পাইপলাইনগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে জয়দেবপুর থানায় ৩টি মামলা করা হয়েছে। সাভার এলাকায় বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত ১ ইঞ্চি ব্যাসের ২৫ হাজার ৮৪০ ফুট এবং ২ ইঞ্চি ব্যাসের ৬৩ হাজার ২৮০ ফুট এবং ৩ ইঞ্চি ব্যাসের ১৩ হাজার ৮৪০ ফুট পাইপলাইন চিহ্নিত করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সব এলাকা থেকে চার হাজার ৬০০ ফুট পাইপলাইন তুলে ফেলা হয়েছে। সেখানে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। এ নিয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মাওনা, শ্রীপুর এলাকায় ১ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসের তিন হাজার ৮০০ ফুট অবৈধ পাইপলাইন চিহ্নিত করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ভালুকার গিলারচালা এলাকায় অবৈধভাবে স্থাপিত ১ ইঞ্চি ও ২ ইঞ্চি ব্যাসের দুই হাজার ২০০ ফুট বিতরণ পাইপলাইন তোলা হয়েছে। এখানে ৪৮টি আবাসিক অবৈধ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।