প্রি-পেইড মিটার স্থাপনে চুক্তি
চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লায় প্রি-পেইড মিটার স্থাপনের চুক্তি সাক্ষর করেছে পিডিবি। বুধবার বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও হেস্কিং ইলেকট্রিক্যালে কোম্পানি লিমিটেডের মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়।
চুক্তিতে পিডিবির পক্ষে সচিব মিনা মাসুদ উজ্জামান ও হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট পেমেন এ্যাটাশিয়ান স্ব স্ব কোম্পানি পক্ষে স্বাক্ষর করেন। এ সময় পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদসহ উর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ি, পিডিবির অধীন চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলায় মোট সাড়ে চার লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে।