ফুলবাড়িতে কয়লা উত্তোলনের দাবিতে সমাবেশ
দিনাজপুরের ফুলবাড়ি শহরে কয়লা উত্তোলনের দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল ঢাকামোড় সংলগ্ন ডাকবাংলো চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, কামরুজ্জামান তুহিন, মশিউর রহমান, সেকেন্দার আলী জিন্নাহ প্রমুখ।
সাবেক পৌর কাউন্সির কামরুজ্জামান তুহিন বলেন, মাটির নীচে কয়লা রেখে লাভ নেই। এলাকার উন্নয়ন হয়নি। তিনি বলেন, আমরা কয়লা খনির দ্রুত বাস্তবায়ন চাই।
সমাবেশে অন্য বক্তারা বলেন, গোটা দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন মাটির নীচে সম্পদ থাকতেও ফুলবাড়ির মানুষ উন্নয়ন বঞ্চিত হচ্ছে। যুবসমাজ বেকারত্বের অভিশাপ নিয়ে হতাশ জীবন কাটাচ্ছে। ফুলবাড়ি ও পাশ্ববর্তী চার উপজেলা নিয়ে প্রস্তাবিত ফুলবাড়ি কয়লাখনি বাস্তবায়িত হলে এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হতো, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতো।
সমাবেশ শেষে কয়লা উত্তোলন ও খনির দাবিতে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।