ফেব্রুয়ারিতে ৯৮ হাজার অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

দুইটি শিল্প কারখানা, ৬টি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে
তিতাস। এছাড়া ৩২টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের প্রায় ১৩১ দশমিক ৫৬
কিলোমিটার অবৈধ বিতরণ পাইপলাইনসহ ৯৮ হাজার ১৭০টি অবৈধ চুলার সংযোগ
বিচ্ছিন্ন ও অপসারণ করেছে তারা।
গত ফেব্রুয়ারি মাসে অবৈধভাবে গ্যাস ব্যবহার ও গ্যাস কারচুপি বন্ধ করতে
নির্বাহীয় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির
এক অভিযানে এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিতাস জানায, অতিরিক্ত স্থাপনায় গ্যাস ব্যবহারের কারণে গত ১৪ ফেব্রুয়ারি
গাজীপুরের তিন সড়ক এলাকায় লায়নস ফিড্স লিমিটেড এবং ২০ ফেব্রুয়ারি
গাজীপুরের হোতাপাড়া এলাকায় আরাবি ফ্যাশন্স লিমিটেডের গ্যাস সংযোগ
বিচ্ছিন্ন করা হয়।
গত ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের বাসাইল এলাকার হাই প্রেসার সিএনজি, ভাটকুড়া
এলাকার হাই প্রেসার সিএনজি ও এলেঙ্গা, কালিহাতী এলাকার উৎসব সিএনজি এবং
১১ ফেব্রুয়ারি গাজীপুরের বোর্ড বাজার এলাকার জেরোমা সিএনজি ও কালিয়াকৈরের
চক্রবর্তী এলাকার এফএফ এন্টারপ্রাইজ সিএনজির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।