বগুড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ১

বগুড়ার শেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনটি ঘর পুড়ে গেছে। এ সময় নয়ন  নামে এক যুবকের পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলছে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে হামছায়াপুর গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ১ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনটি বসতবাড়ির প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বসতবাড়ির ফ্রিজ, ফ্যান, আলমারি, চেয়ার, টেবিল, খাট, কাপড়সহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়।

জানা গেছে, গত রাতের খাবার খেতে গ্যাসের চুলায় ডিম ভাজি করছিলেন নয়ন। এমন সময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে নয়নের পা ও শরীরের বেশ কিছু অংশ আগুনে ঝলছে যায়। পরে আগুন পাশে থাকা ফকির ও আব্দুল হালিমের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।