বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিআইএফপিসিএল- এর শ্রদ্ধা
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কাজী আবসার উদ্দীন আহমেদ এ কোম্পানিতে কর্মরত বাংলাদেশ ও ভারতের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ১৭ই মার্চ ঢাকাস্থ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চেয়ারম্যান প্রকৌশলী মো: বেলায়েত হোসেন, বিউবো সদস্য (কোম্পানি এ্যাফেয়ার্স) প্রকৌশলী মো: মাহবুবুর রহমান বিআইএফপিসিএল-এর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনে অংশগ্রহণ করেন।