বড় বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন শুরু
নিজস্ব প্রতিবদেক:
তিনটি বৃহৎ বিদ্যুৎকেন্দ্র তাদের তিনটি উৎপাদন ইউনিটের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে।
এগুলো হলো- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট), ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট (৮০০ মেগাওয়াট) এবং চট্টগ্রামের বাঁশখালীতে এস আলমের এসএস বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (৬১২ মেগাওয়াট)।
আদানি গ্রুপ ইতোমধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত তাদের ১ হাজার ৬০০ মেগাওয়াটের গোড্ডা পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক অপারেশনের তারিখ ২৬ জুন ঘোষণা করে।
বিপিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান এক বার্তায় বলেন, ‘বুধবার সকাল ৮টা ৫১ মিনিটে রামপালের ১ হাজার ৩২০ মেগাওয়াট (৬৬০×২) এর দ্বিতীয় ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয়।’
আলম গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে ঈদুল আজহার পর আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও পরীক্ষামূলকভাবে মঙ্গলবার দিবাগত রাত ২টায় আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করবে এসএস পাওয়ার প্ল্যান্ট।
চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ৬১২ মেগাওয়াটের সমপরিমাণ বিদ্যুৎ প্রতিদিন পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হবে।