বন্ধের পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র 

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি (রোববার, ২৬শে অক্টোবর ২০২৫):

যান্ত্রিক ত্রুটির কারনে ৭দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হয়েছে।

রোববার দুপুর থেকে উৎপাদন শুরু হয়েছে।

৫২৫ মেগাওয়াট ক্ষমতার তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিট উৎপাদন ফিরলো।

প্রথম ইউনিটটির প্রথমে  ৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন উৎপাদন হবে, প্রথম ইউনিটি চালু রাখত দৈনিক ৮শ’ হতে ৯শ’ মট্রিক টন কয়লা দরকার হবে।

প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী  মাে. আবু বক্কর সিদ্দিক।

১৯ শে অক্টোবর রাত সাড় ৮টার দিক প্রথম ইউনিটর বয়লারর পাইপ ফাটার কারণে ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বন্ধ হয় যায়। এরআগ বহস্পতিবার (১৬ই অক্টাবর) সকাল ৮টা ৩৫ মিনিটে তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটিও বন্ধ হয় যায়। এর ফল পুরাপুরি বন্ধ হয় যায় কয়লাভিত্তক ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎকন্দ্রর তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

 তাপবিদ্যৎ কেন্দ্রের পুরাপুরি ৭ দিন বন্ধ থাকার পর মেরামত শেষে রোববার থেকে প্রথম ইউনিট উৎপাদন শুরু হয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট হলেও প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াটের এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন। তাপবিদ্যৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালর নভম্বর থেকে ৪ বছর ১১ মাস বন্ধ।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মেরামত শেষে ইউনিটটি দুপুর ১২টায় বয়লার ফায়ারিং করা হয়। রোববার দুপুর ২টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়েছে। কেন্দ্রের তৃতীয় ইউনিটটি মেরামত কাজ চলমান। দুই একদিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরুর চেষ্টা চলছে।