বাংলাদেশে আসছেন ওয়াটর্সিলার প্রেসিন্ডেট
ওয়াটর্সিলা কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং সিইও বিয়ন রোজেনগ্রেন আগামী ১৭ নভেম্বর দুদিনের সফরে ঢাকা আসছেন। এই সফরে বিয়ন রোজেনগ্রেন এর সাথে থাকছেন প্রতিষ্ঠানটির সিএফও মার্কো ভিরেইন, এবং পাওয়ার প্লান্ট ডিভিশন প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাকেশ সারিন।
সফরকালীন সময়ে রোজেনগ্রেন এবং তার দল বাংলাদেশের জ্বালানী খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিমিয় করবেন।
ফিনল্যান্ডের সাফল্যের ধারবাহিকতায় নব্বইয়ের দশকের শুরুতে ওয়ার্টসিলা বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। বিদ্যুৎ কেন্দ্র, জাহাজের বিদ্যুৎ এবং এর সহায়ক সেবা দিতে বাংলাদেশে এই প্রতিষ্ঠানটির মূল বাণিজ্যিক কার্যক্রম। বাংলাদেশে ২০০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনে ওয়ার্টসিলার যন্ত্রাংশ ব্যবহার হচ্ছে।
উল্লেখ্য বিশ্ব বিদ্যুৎকেন্দ্র এবং জাহাজের ইঞ্জিন শিল্পখাতে, ওয়ার্টসিলা একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। বিশ্বের ৭০টি দেশে ওয়ার্টসিলার কার্যক্রম আছে।