বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে ইচ্ছুক ইন্দোনেশিয়া
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইয়ান উইরানাতা আতমাদজা আজ রোববার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত জানান, ইন্দোনেশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কে দিন দিন আগ্রহ বাড়ছে। ইন্দোনেশিয়া বাংলাদেশে এলএনজি রপ্তানী করতে চায়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের ইন্দোনেশিয়ার কয়লার বিষয়ে আগ্রহ আছে। এ বিষয়ে একটি সেমিনার করা যেতে পারে। এতে ইন্দোনেশিয়ার জ্বালানি সম্পর্কে জানা যাবে। তিনি বলেন, আগামীতে আরও ৩৫০ কোটি ঘনফুট গ্যাস লাগবে। এর জন্য সহজপ্রাপ্য উৎস খুঁজছি। সরকারি ব্যবস্থাপনার ব্যবসা-বাণিজ্যকে উৎসাহিত করা হবে।
সাক্ষাতের সময় বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস ও জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেনসহ অন্যরা উপিস্থিত ছিলেন।