বাংলাদেশে জ্বালানিতে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের  জ্বালানি  খাতে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া। যৌথভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, প্রশিক্ষণ, হাইড্রোকার্বন ইউনিট, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ইত্যাদি খাতে তারা বাংলাদেশে কাজ করতে ইচ্ছুক।
বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এর সাথে রাশিয়ার রাস্ট্রদূত অ্যালেকজান্ডার এ লিকোলেভ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয়ের সাথে এসব নিয়ে আলোচনা করেন।
রাশিয়ার জ্বালানি মন্ত্রী অ্যালেকজান্ডার নোভাক প্রতিমন্ত্রীকে দ্বিপাক্ষিক এসব বিষয়ে আলোচনার জন্য রাশিয়াতে আমন্ত্রন জানিয়েছেন। রাষ্ট্রদূত তার দেশের মন্ত্রির আমন্ত্রনপত্র প্রতিমন্ত্রীকে হস্তান্তর করেন।
আমন্ত্রনপত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে সমঝোতা সই করার আহবান জানানো হয়। প্রয়োজনে একটি প্রতিনিধি দল দ্রুত সময়ে রাশিয়া পাঠিয়ে এবিষয়ে আলোচনা করার অনুরোধ জানানো হয়।
প্রতিমন্ত্রী মানব সম্পদ উন্নয়নে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি পেট্রোলিয়াম ইনিস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করার যে উদ্যোগ নেয়া হয়েছে সেখানে রাশিয়ার সহযোগিতা চান। বাংলাদেশে রাশিয়ার সহযোগিতা নিয়ে প্রশিক্ষণ ইনিস্টিটিউট অথবা বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা জানানো হয়েছে।