বাংলাদেশে বড় গ্যাস মজুদের সম্ভাবনা – প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী ছ’মাসের মধ্যে বাংলাদেশ একটি বিপুল পরিমাণ মজুদ থেকে গ্যাস উত্তোলন শুরু হবে।
বাংলাদেশ বিনিয়োগ ও নীতি সম্মেলনের প্রথম দিন রোববার শেষ কর্ম-অধিবেশন ’অর্থনৈতিক অঞ্চল, প্রযুক্তি পার্ক, জ্বালানী ও বিদ্যুৎ খাত এবং পিপিপি-তে বিনিয়োগ সম্ভাবনা’ –এর প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। রাজধানির হোটেল রেডিসনে বিনিয়োগ বোর্ড দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে। এই অধিবেশনের সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে একটি বড় গ্যাস রিজার্ভ খুঁজে পাওয়ার আশা করছি। দেশে গ্যাসের মজুদ যখন কমে যাচ্ছে তখন গ্যাস আবিষ্কারের জন্য জোরালো পরিকল্পনা নেয়া হচ্ছে। এবছরই বাপেক্স ১১০ টি কূপ খননের কাজ শুরু করবে।