বাংলাদেশ ইন্টারন্যাশনাল এনার্জি চার্টার-এর সদস্য হলে বিনিয়োগ বাড়বে

ইন্টারন্যাশনাল এনার্জি চার্টার-এর পর্যবেক্ষক হিসেবে আছে বাংলাদেশ।সদস্য হলে জ্বালানি খাতে বিনিয়োগ আরো বাড়বে।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর সঙ্গে আবুধাবিতে এনার্জি চার্টার-এর মহাসচিব ডঃ আরবান রুসনাক সৌজন্য সাক্ষাৎ করেন। পারষ্পারিক সহযোগিতা নিয়ে তারা বিশদভাবে আলোচনা করেন।
এ সময় ড. আরবান রুসনাক বলেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এনার্জি চার্টার-এর সদস্য হলে এ খাতে বিনিয়োগ আরো বাড়বে।
প্রতিমন্ত্রী বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যত তোলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমরা বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ট্যাক্স হলিডে, রাষ্ট্রীয় নিরাপত্তাসহ নানাবিধ প্রণোদনা দিচ্ছি। এ সময় তিনি বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে ইন্টারন্যাশনাল এনার্জি চার্টার এবং তার সহযোগিতা চান।
আলোচনাকালে অন্যদের মাঝে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খালেদ মাহমুদ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনার রিনিউয়েবল এনার্জি এেজেন্সি (আইআরইএনএ) এর সপ্তম সম্মেলন ও ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিট (ডব্লিউএফইএস) এ অংশ নিতে ১৪ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত আবুধাবিতে অবস্থান করবেন।