বাংলাদেশ কোল ক্লাব হচ্ছে
কয়লার তথ্য বিস্তারিত জানাতে সরকার বাংলাদেশ কোল ক্লাব গঠন করতে যাচ্ছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুস্ঠুভাবে বাস্তবায়নের জন্য এই ক্লাব গঠনের উদ্যোগ নেযা হয়েছে বলে পাওয়ার সেল সূত্র জানায়।
এই ক্লাবের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্টানের জ্ঞান ও অবিজ্ঞতা বিনিময় এবং তথ্য আদান প্রদান করা হবে। পাওয়ার সেল কোল ক্লাবের একটি কসড়া গঠনতন্ত্রও করেছে।
রোববার বিদ্যুৎ সচিবের সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে খসড়া কোল ক্লাবের গঠনতন্ত্রন নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি উপদেস্টা ড. তৌফিক ই ইলাহী চৌদুরী বীর বিক্রম, বিদ্যুৎজ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদও এ আলোচনায় উপস্থিত থাকবেন।