বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত এলএনজি পাইপ লাইনের সম্ভাব্যতা যাচাই চলছে: শ্রিংলা

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারত তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং এলএনজি টার্মিনালের জন্য একটি আন্তঃসীমান্ত পাইপলাইন অনুসন্ধান করছে। মঙ্গলবার (৫ এপ্রিল) এ একথা বলেন তিনি।

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভারতের শক্তি গ্রিড ক্রমবর্ধমানভাবে প্রতিবেশীদের সঙ্গে একীভূত হচ্ছে।

শ্রিংলা বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল ও সমুদ্রসীমা বিরোধ শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি, সড়ক, রেল ও নৌযোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, কভিড টিকা খাতে সহযোগিতার উদাহরণ দেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত আন্ত সীমান্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাইপলাইন ও এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাবনা যাচাই করছে।

ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রতিবেশীই প্রথম’ নীতিতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাকিস্তান ছাড়া সবার সঙ্গেই ভারত নিবিড়ভাবে কাজ করছে।