বাংলাদেশ-ভারত যৌথ কমিটির সভা: নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আলোচনা
বাংলাদেশ-ভারত যৌথ ওয়াকিং কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবায়নযোগ্র জ্বালানি নিয়ে আলোচনা হয়।
বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও নবায়নযোগ্য জ্বালানি) রহমত উল্লাহ মো. দস্তগীর এনডিসি।
সভায় নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশ ভারতের অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নেয়া হয়েছে।
বৈঠকে ভারতের সাপুরজি-পালনজি গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ খাতে বিনিয়োগের বর্তমান অবস্থা, কক্সবাজারে ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র স্থাপন, সৌর পার্ক, ছাদে সৌর নিয়ে আলোচনা হয়।
ভারত নবায়নযোগ্য থেকে ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে। এর মধ্যে সাড়ে ১২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ।