বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা রায়
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা নির্ধারণের রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। সোমবার এ রায় দেয়া হয়। তবে রায়ের বিস্তারিত এখনো জানা যায়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রায়ের লিখিত অনুলিপি সরকারের কাছে পৌছেছে। আগামীকাল মঙ্গলবার এবিষয়ে বিস্তারিত জানানো হবে।
নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালত (পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন) এ রায় আনুষ্ঠানিকভাবে দুই পক্ষকে জানিয়েছে। তবে ওই আদালতের বিধি অনুযায়ী তা ২৪ ঘণ্টার আগে কোনো পক্ষ জনসমক্ষে প্রকাশ করতে পারবে না। তাই মঙ্গলবারের আগে এ রায়ের ব্যাপারে জানা যাবে না।
নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালতে ২০১৩ সালের ৯ থেকে ১৮ ডিসেম্বর সমুদ্রসীমা নির্ধারণের পক্ষে বাংলাদেশ ও ভারত যুক্তিতর্ক উপস্থাপন করে।