বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রায় এক কোটি টাকা দিয়েছে কাফকো
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের জন্য ১ কোটি ১৭ লক্ষ ৩২ হাজার ৪ শত ৭৯ টাকা দিয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)।
সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর কাছে চেক তুলে দেন কাফকোর পরিচালক পর্ষদের সভাপতি ও শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি। এ সময় শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ফয়জুর রহমান এবং কাফকোর পক্ষে কো¤পানী সচিব ও মহাব্যাবস্থাপক রবিউল হক চৌধুরী, মহাব্যাবস্থাপক (মানব সম্পদ) আসিফ আইনুল হক এবং কাফকো ওর্য়াকার’স প্রফিট পার্টিসিপেশন ও ওয়েলফেয়ার ফান্ডের ট্রাষ্টিরা উপস্থিত ছিলেন।