বাখরাবাদের ৫ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ থেকে ১৭ বছর পর পুনরায় পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
শুক্রবার বিকেলে গ্যাস উত্তোলন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর। এ সময় উপস্থিত ছিলেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সারওয়ার, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি. এর ডিজিএম (অপারেশন) মোঃ কামরুজ্জামান প্রমুখ।
এ কূপ থেকে ঈদের আগে প্রতিদিন কমপক্ষে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে এবং ভবিষ্যতে এ গ্যাসক্ষেত্র থেকে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাখরাবাদ গ্যাসক্ষেত্রের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগে এ কূপটির নিচের স্তর থেকে গ্যাস উত্তোলন করা হয়। উত্তোলন শেষ হয়ে গেলে কূপটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, কূপটির ওপরের স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বাপেক্স ওই কূপে পুনরায় খননকাজ চালায়। এরপর মাটির দুই হাজার ৫৬ মিটার গভীরে আরেকটি গ্যাসের স্তর পাওয়া যায়। শুক্রবার সকাল ১০টায় ওই কূপ থেকে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করে।
এর আগে ১৯৮৪ সালে এ কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছিল। পরবর্তীতে লেয়ার ও গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে ১৯৯৭ সালে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে যায়। ১৭ বছর পর পুনরায় শুক্রবার ওই কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়।