বাজারে আসছে বিএম এলপি গ্যাস
বাজারে আসছে নতুন আরও একটি সিলিন্ডার বা বোতল গ্যাস ‘বিএম এলপি গ্যাস’। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বিএম এনার্জি (বিডি) লিমিটেড এই গ্যাস বাজারজাত করবে। আগামী ৩০ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই গ্যাসের আনুষ্ঠানিক বাজারজাতকরণের উদ্বোধন করা হবে।
বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এসময় বিএম এনার্জি (বিডি)’র চেয়ারম্যান বার্ট প্রঙ্ক, ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, এনড্রি হেন্ড্রিকস্, মহাব্যবস্থাপক ফিরোজ আহমেদসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
বার্ট প্রঙ্ক বলেন, বাংলাদেশের জনসংখ্যার মাত্র ছয় ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে। এর বেশির ভাগ শহর অঞ্চলে। এল পি গ্যাস একটি সম্ভাবনাময় খাত। জ্বালানি চাহিদা বাড়ার কারণে প্রাকৃতিক গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছেই। যার ফলে এলপি গ্যাসের চাহিদাও বাড়ছে।
সংবাদ সল্ফে§লনে জানানো হয়, ১২, ৩৩ ও ৪৫ কেজির তিনটি ভিন্ন মাপের সিলিন্ডারে এই এলপি গ্যাস বাজারজাত করবে বিএম এনার্জি। রেস্টুরেন্ট, গৃহস্থালির রান্না ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এই গ্যাস ব্যবহার করা যাবে।