বাজারে এল নতুন এলপি গ্যাস ওমেরা
‘নিরাপদ সিলিন্ডার, নির্ভরতা সবার’ শ্লোগান নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ওমেরা এলপিজি ও ওমেরা সিলিন্ডার্স লিমিটেড। রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
সংবাদ সম্মেলনে ইস্টকোস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানজিল চৌধুরী, এমজেএল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএইচ.সানাউল হক, ওমেরা সিলিন্ডার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম অনিকেত সেলিম, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ ও ব্যবস্থাপক তানজিম চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ বলেন, এমজেএল বাংলাদেশ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠানটি ওমেরা পেট্রোলিয়াম মার্চ মাসের প্রথম দিকে এলপিজি সিলিন্ডার বিক্রি শুরু করে। একমাসে প্রতিষ্ঠানটি প্রায় ৮০ হাজার সিলিন্ডার বিক্রি করেছে। চলতি মাস শেষে এই বিক্রি এক লাখ ছাড়িয়ে যাবে। চলতি বছরে প্রতিষ্ঠানটি তিন লাখ সিলিন্ডার বিক্রির পরিকল্পনা করেছে।
তিনি বলেন, এই নতুন এলপিজি সিলিন্ডারগুলো আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয়েছে। যাতে ব্যবহার করা হয়েছে ইউরোপীয় প্রযুক্তি ও স্বয়ংক্রিয় মেশিন। তিন ধরনের সিলিন্ডার তৈরি করা হয়েছে। সেগুলো হলো- সাড়ে পাঁচ কেজি, ১২ কেজি ও ৩৫ কেজি ওজনের। ১২ কেজি ওজনের সিলিন্ডার গ্যাসসহ কিনতে দাম পড়বে দুই হাজার ৩৫০ টাকা। শুধু গ্যাসের দাম পড়বে এক হাজার ৫০ টাকা।
সংবাদ সম্মেলনে বলা হয়, এলপিজির সরবরাহ নিশ্চিত করতে দেশের চারটি জায়গা-মংলা, ঘোড়াশাল, বগুড়া ও মিরেরসরাইতে আধুনিক প্রযুক্তির বটলিং ও মজুদের ব্যবস্থা করা হয়েছে। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা এক লাখ মেট্রিক টন। এটা এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় ধারণ ক্ষমতার স্টেশন বলে জানানো হয়।
তানজিল চৌধুরী বলেন, পরিবহন সমস্যা দুর করতে প্রতিষ্ঠানটি ওমেরা প্রিন্সেস নামের একটি এলপিজি বার্জ এর ব্যবস্থা করেছে। যার মাধ্যমে অতি সহজে জলপথে পণ্য পরিবহন করা সম্ভব হবে। এই জাহাজটি জাপান ও ইউরোপীয় প্রযুক্তির সমন্বয়ে তৈরি। যাতে অত্যাধুনিক জিপিএস এবং আনুষাঙ্গিক নেভিগেশন ব্যবস্থা আছে।