বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক হঠাৎ বদল: হান্নান নতুন, রুহুল বাদ
রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধানকারী বাংলাদেশ প্রেটোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স) এর ব্যবস্থাপনা পরিচালককে হঠাৎ বদল করা হয়েছে। সোমবার বিকালে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক একেএম রুহুল ইসলাম চৌধুরীকে ওএসডি করা হয়েছে। আর নিয়োগ দেয়া হয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক (বিপনণ) মীর মো. আব্দুল হান্নানকে। আজ মঙ্গলবার মীর আব্দুল হান্নান কাজে যোগ দিয়েছেন। এনার্জি বাংলাকে টেলিফোনে আব্দুল হান্নান বলেন, কাজে যোগ দিয়েছি। চেষ্টা করবো সর্বো্ত্তম কাজ করার। দেশের সম্পদ সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহারের। পরিকল্পনা অনুযায়ি গ্যাস উত্তোলন কাজ এগিয়ে নেব।