বিইআরসির নতুন চেয়ারম্যান নুরুল আমিন

নুরুল আমিন, বিইআরসি চেয়ারম্যান

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন পরিকল্পনা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব নুরুল আমিন।

কাজে যোগ দেওয়ার পর থেকে তিন বছর তিনি ওই দায়িত্ব পালন করবেন বলে মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে জানানো হয়।

সেখানে বলা হয়, তার এই দায়িত্ব কমিশনের সার্বক্ষণিক চাকরি হিসাবে বিবেচিত হবে এবং কমিশনে যুক্ত থাকা অবস্থায় তিনি অন্য কোনো লাভজনক চাকরি করতে পারবেন না। তিনি যে কোনো সময় এক মাসের নোটিসে রাষ্ট্রপতির কাছে পত্র দিয়ে পদত্যাগ করতে পারবেন।

তিনি মাসিক বেতন হিসাবে নির্ধারিত এক লাখ ৫ হাজার টাকা এবং বাড়িভাড়া হিসাবে ৫০ হাজার ৬০০ টাকা পাবেন।

দায়িত্বে থাকা অবস্থায় তিনি নিজ নামে বা পোষ্যদের নামে বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত কোনো ব্যবসা পরিচালনা করতে পারবেন না।

মো. নুরুল আমিন ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি পরিকল্পনা বিভাগের সচিব হন। তার আগে ২০১৮ সালের ১৮ মার্চ তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়।

১৯৬১ সালের ১০ জুন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের আইটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল আমিন।

১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স করার পর ১৯৮৬ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। সরকারি চাকরি থেকে অবসরে যান ২০২০ সালে।