বিদ্যুতের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করতে বিদ্যুতের বিকল্প নেই। বিদ্যুৎ সভ্যতার সবচেয়ে বড় শক্তি। দেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়।
শনিবার গোলাপগঞ্জ সদর ইউনিয়ন এর বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প উদ্বোধন ও চৌঘরী, ঘোপা, মঞ্জুরাবাদ, গোয়াসপুর, কালিদাস পাড়া, শেরপুর গ্রামসমূহে শুভগ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও শায়কুজ্জামান শিমুর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পল্লীবিদ্যুৎ সিলেটের জিএম মাহবুবুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগে নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, এমএ ছালিক, লুৎফুর রহমান চেয়ারম্যান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম সুয়েব, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বিগত বিএনপি-জামায়াত জোট বিদ্যুতের নামে লুটপাট করে গেছে। তারা বিদ্যুতের উন্নয়নে কোন কাজ করে নাই। বর্তমান আওয়ামী সরকারের মূল লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করা।