বিদ্যুতের দাম বাড়ছে না সমন্বয় হচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে না উৎপাদন খরচের সাথে পর্যায়ক্রমে সমন্বয় করা হচ্ছে।

শুক্রবার সকালে প্রতিমন্ত্রী তার বারিধারার বাসায় সাংবাদিকদের সাথে আলাপ করার সময় একথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, শতভাগ বিদ্যুতায়নের পথে চলেছি। নিন্মবিত্ত মানুষের কাছেও বিদ্যুৎ সহজলভ্য করতে চাই। এ কারণে গ্রাহক পর্যায়ে পর্যায়ক্রমে বিদ্যুতের মূল্য বাড়াতে হচ্ছে। উৎপাদন খরচের তুলনায় এখনও বিদ্যুতের দাম কম বলে তিনি জানান। তিনি বলেন, খরচের সাথে দামের সামঞ্জস্য না হলে ভর্তূকি প্রতিবছর বাড়তে থাকবে। সরকার সঞ্চালন লাইন ও গ্রীডকেও শক্তিশালী করছে। বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু হলে তেলভিত্তিক ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হবে। তখন দাম সাশ্রয়ী হবে।