বিদ্যুতের দুটো সঞ্চালন লাইন বিকল, উত্তর দক্ষিণের অনেক জেলায় বিদ্যুৎ নেই
বিদ্যুতের দুটো জাতীয় সঞ্চালন লাইন বিকল হয়ে গেছে। এতে দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলের প্রায় সকল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ আছে। সন্ধ্যা নাগাদ পরিস্থিতি ¯^রভাবিক হতে পারে বলে সংশ্লিষ্ঠরা জানিয়েছেন।
বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘœ ঘটছে। এইসব অঞ্চলের বেশিরভাগ স্থানেই বিদ্যুৎ নেই।
পিজিসিবি সূত্র জানিয়েছে, আজ সকাল ১১টা ২০ মিনিটে টর্নেডোতে ঈশ্বরদী – ঘোড়াশাল ২৩০ কেভি জাতীয় গ্রিড বিকল হয়ে পড়ে। আর গতকাল সোমবার ঝড়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ২৩০ কেভি জাতীয় গ্রিড বিকল হয়। এই দুই গ্রিড বিকল হওয়ায় দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
পিডিবি সূত্র জানায়, সঞ্চালন লাইন বন্ধ থাকায় অনেক স্থানেই বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এছাড়া ময়মনসিংহ থেকে ত্রিশাল, ভৈরব থেকে দুলিয়ারচর, সুনামগঞ্জ থেকে ধীরা ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ আছে।
পিডিবির হিসাবে খুলনা বরিশাল রাজশাহী ও রংপুর অঞ্চলে দুই হাজার ৬৬৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৩৭টি বিদ্যুৎ কেন্দ্র আছে। সোমবার এসব কেন্দ্র থেকে এক হাজার ৮৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। মঙ্গলবার দুপুরে এর বেশিরভাগই বন্ধ ছিল। পর্যায়ক্রমে এগুলো উৎপাদেন আনা হচ্ছে।