বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে পার্বতীপুরে মানববন্ধন
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি (রোববার, ১০ই আগষ্ট, ২০২৫):
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার পার্বতীপুর ঢাকা মোড় এলাকায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সচেতন নাগরিক কমিটির পক্ষে আবু তাহের হোসেন, অলিউল ইসলাম মাহফিজুল ইসলাম মাসুম আসাদুজ্জামান রোহান ওয়াজেদ দুলাল জাকির হোসেন।
বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল বিদ্যুৎ মিটার থাকাবস্থায় সেখানে নতুন করে প্রিপেইড মিটার সংযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া প্রিপেইড মিটারে বাড়তি টাকা কেটে নেওয়া হয়। যার কোনো প্রতিকার নেই। তাই নেসকোর কোন প্রিপেইড মিটার সংযোগ করতে দেওয়া হবে না।
এক মাসের মধ্যে প্রিপেইড মিটার কার্যক্রম বন্ধ না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ার দেয় নেতারা।