বিদ্যুতের মহাপরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুতের মহাপরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে। ২০৫০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন ৪০ শতাংশ করতে চাই। বায়ু বিদ্যুৎ নিয়ে আরও কাজ করার সুযোগ আছে।
‘ইউএন হাই লেভেল ডায়ালগ অন এনার্জি’ বিষয়ক সংলাপে (২৫ সেপ্টেম্বর)এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন।
বার্তায় প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালার লক্ষ্যমাত্রা অর্জনে বছরভিত্তিক পরিকল্পনা নেয়া হয়েছে। জ্বালানির সম্পদ মূল্যায়ন এবং নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পথনকশা-২০৩০ অনুসারে কার্যক্রম চলছে।
সৌরবিদ্যুতের জন্য খসড়া পথনকশা-২০৪১ নিয়েও এখন পর্যালোচনা হচ্ছে বলে তিনি জানান। বায়ু বিদ্যুৎ নিয়েওকাজ করার সুযোগ আছে। ৯টি স্থানে বায়ুর ম্যাপিং করা হয়েছে। অফশোর বায়ুর সম্ভাবনা নিয়েও খুব শিগগিরই গবেষণা শুরু হবে। ২০৫০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন ৪০ শতাংশ করতে চাই। এই সবকিছুর জন্যই বিদ্যুতের মহাপরিকল্পনা হালনাগাদ করা হচ্ছে।